শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকা পাওনা আদায়ের জন্য মামলা করেছেন এক বালু ব্যবসায়ী। বিচারক মো. শাহাদাত হোসেন মামলাটি গ্রহণ করে ১২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

গতকাল দুপুরে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন সাভারের মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ। বাদীর আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী জানান, বাদীর প্রতিষ্ঠান কর্তৃক ভরাটকৃত জায়গার ওপর ইতিমধ্যে বিবাদীদের প্রতিষ্ঠান একটি সোশ্যাল কমিউনিটি সেন্টার স্থাপন করেছে। মামলায় বলা হয়, ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবোতে গ্রামীণ টেলিকম ট্রাস্ট ১৬২ বিঘা জায়গার ওপর ‘ঘোষবাগ’ প্রকল্পে আংশিক জায়গায় বাদীর প্রতিষ্ঠানের সঙ্গে ৫০ লাখ সিএফটি বালু ভরাটের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী পাইপ স্থাপন করে ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ৫ কোটি টাকার বালু ভরাট করে। ওই টাকার মধ্যে ১ কোটি ৭ লাখ ৫১ হাজার ৭৮৪ টাকা পরিশোধ করেন বিবাদীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর