শিরোনাম
শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সান্ধ্য আইনের নামে হয়রানি

মর্তুজা নুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়

সান্ধ্য আইনের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী শিক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের পরে হলের বাইরে কিংবা ক্যাম্পাসে অবস্থান করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ ছাত্রীদের। তবে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী মেয়েদের হলে প্রবেশের ক্ষেত্রে এ ধরনের কোনো বিধিনিষেধ নেই। অথচ রাবিতে সান্ধ্য আইনের কারণে সন্ধ্যা ৭টার মধ্যেই মেয়েদের হলের প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়। এতে হয়রানির শিকার হতে হয় বলে জানয়েছেন আবাসিক ছাত্রীরা। শিক্ষার্থীরা বলছেন, সান্ধ্য আইনের নামে সন্ধ্যা ৭টার পর হলগুলোয় ফেরা ছাত্রীদের কোনো কোনো ক্ষেত্রে পরিচয়পত্র কেড়ে নেওয়ার মতো ঘটনা হামেশা ঘটে। এসব কারণে শিক্ষার্থীদের আর্থিক, সাংস্কৃতিক, ব্যক্তিগতসহ নানা বঞ্চনার শিকার হতে হচ্ছে। এ ছাড়া টিউশনি করে ক্যাম্পাসে সময়মতো না ফিরতে পারলে নানা লাঞ্ছনার শিকার হচ্ছেন। রাতে ওষুধ কেনার প্রয়োজন হলেও শিক্ষার্থীরা হলের বাইরে যেতে পারছেন না। অন্যদিকে হলে যথাসময়ে প্রবেশ না করলে হলের অভিযোগ খাতায় কেন বাইরে থাকেন তার কারণ লিখতে হয়। এমনকি রাতে একাডেমিক কাজেও হলের বাইরে যেতে পারছেন না।

সর্বশেষ খবর