শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ময়নাতদন্ত সম্পন্ন শিগগির প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ময়নাতদন্ত সম্পন্ন শিগগির প্রতিবেদন

মালদ্বীপের মডেল রাউধা আতিফের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তকারী টিমের আরেক সদস্য ডা. এনামুল হক বলেন, ‘আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করছি। দু-এক দিনের মধ্যেই ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশকে দেওয়া হবে। তখনই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে’ মালদ্বীপের রাষ্ট্রদূত ও রাউধার পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। তবে তখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নেননি, লাশ মালদ্বীপ নিয়ে যাওয়া হবে নাকি বাংলাদেশেই সমাহিত করা হবে। বুধবার বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাউধার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। রাউধার বাড়ি মালদ্বীপের মালেতে। তার বাবা মোহাম্মদ আতিফ পেশায় একজন চিকিৎসক। ২০১৬ সালের অক্টোবরে বিখ্যাত ‘ভোগ ইন্ডিয়া’ সাময়িকীর নবম প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যায় এশিয়ার বিভিন্ন দেশের মডেলদের নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। ‘বৈচিত্র্যের সৌন্দর্য উদ্যাপন’ (সেলিব্রেটিং বিউটি ইন ডাইভারসিটি) শিরোনামের ওই প্রতিবেদনে স্থান পেয়েছিলেন মালদ্বীপের নীলনয়না এই মডেল।

সর্বশেষ খবর