রবিবার, ২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

একাত্তরের স্মৃতিবিজড়িত যুদ্ধক্ষেত্র ঘুরে দেখলেন ভারতের সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের স্মৃতিবিজড়িত যুদ্ধক্ষেত্র ঘুরে দেখলেন ভারতের সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে গতকাল ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সৌজন্য সাক্ষাৎ করেন —আইএসপিআর

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনীর হয়ে বাংলাদেশে যুদ্ধ করা বর্তমান ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জে তার স্মৃতিবিজড়িত যুদ্ধক্ষেত্র ঘুরে দেখেছেন। সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেন তিনি। জেনারেল বিপিনের নেতৃত্বাধীন ৫/১১ জিআর বাহিনীটি বাংলাদেশের উত্তরাঞ্চলে পীরগঞ্জ, ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, শ্যাওলাকান্দি, মহাস্থান সেতু ও বগুড়ার বিভিন্ন স্থানে যুদ্ধে অংশ নেয়। সকালে হেলিকপ্টারে গাইবান্ধায় যাওয়া জেনারেল বিপিন এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল বিপিন।

সর্বশেষ খবর