সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিমানে সিবিএর আন্দোলনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেবা অত্যাবশ্যকীয়  ঘোষণার মাধ্যমে এ খাতে শ্রমিক ইউনিয়নের সব রকমের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমানের সিবিএ (মিক-কর্মচারীদের সংগঠন) ও বাপার (বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন) মতো সংগঠনগুলোর ধর্মঘট, কর্মবিরতি, অবরোধসহ সব ধরনের আন্দোলন কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়া হলো। বিমানের সেবা নির্বিঘ্ন এবং শৃঙ্খলা ফেরাতে এ আদেশ জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে বিমানের কর্মীদের ‘অত্যাবশ্যকীয় শ্রমিক’ ঘোষণা করে আগামী ৬ মাসের জন্য এ খাতের সেবায় সব ধরনের আন্দোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিমানে দাবি-দাওয়া উত্থাপনের নামে কেউ কোনো আন্দোলন করতে পারবে না। ‘বিমান সেক্টরে কেউ ট্রেড ইউনিয়ন অ্যাকটিভিটিস চালাতে পারবে না।’

সর্বশেষ খবর