মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চসিকের শিক্ষালয়ে মোবাইল ফোন-রাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত শিক্ষালয়গুলোতে রাজনীতি ও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গতকাল চসিক মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ এ সংক্রান্ত ১১৪ পৃষ্ঠার এ শিক্ষা নীতিমালা প্রকাশ করে। আগামী জুলাই থেকে এ  নীতিমালা কার্যকর হবে বলে জানানো হয়েছে। শিক্ষানীতি প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। নীতিমালায় ‘শিক্ষার্থীদের আচরণবিধি’ শিরোনামের ২১তম অধ্যায়ের ১৬ নম্বর ধারায় মোবাইল ফোন এবং ১৮ নম্বর ধারায় রাজনীতি নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করা হয়। নীতিমালায় মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের ক্যাম্পাসে মোবাইল ফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এর ব্যত্যয় ঘটলে মোবাইল ফোন জব্দ এবং শুধু অভিভাবক এসে বিষয়টি মীমাংসা করলে সেটি ফেরত দেওয়া হবে। তবে কোনো অভিভাবক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে সংশ্লিষ্ট মনিটরিং/কাউন্সেলিং/গাইড শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। পক্ষান্তরে শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে একইভাবে যোগাযোগ করতে পারবেন।

রাজনীতি প্রসঙ্গে উল্লেখ করা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ রাজনীতিমুক্ত বিধায় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের নামে সভা, সমাবেশ, মিছিল ও দেয়াল লিখন সম্পূর্ণ নিষিদ্ধ।  কোনো শিক্ষার্থীকে এ সব কাজে সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর