মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ফুটপাথে গাড়ি

চালককে হাতেনাতে ধরলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক

ফুটপাথে গাড়ি রাখায় চার গাড়িচালককে হাতেনাতে ধরলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। গতকাল গুলশান ২ নম্বর গোলচত্বর এবং সংলগ্ন গুলশান এভিনিউয়ে অভিযান চালান মেয়র।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ফুটপাথ অবৈধভাবে দখল করে গাড়ি রাখায় প্রত্যেক চালককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ গাড়িচালকরা হলেন ফিরোজ, মাসুদ শিকদার, দুলাল হাওলাদার ও নুরুজ্জামান।

ফুটপাথে গাড়ি রেখে জনগণের চলাচলে অসুবিধা করার বিষয়ে ডিএনসিসি মেয়র বলেন, আমরা প্রশস্ত ফুটপাথ তৈরি করেছি জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য। এখানে কেউ গাড়ি রাখলে এখন কেবল আর্থিক জরিমানা করা হলেও এ আইনে জেলদণ্ড দেওয়ার বিধানও রয়েছে।

সর্বশেষ খবর