শিরোনাম
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
নারীসহ তিনজন গ্রেফতার

মহেশখালীর পাহাড়ে ফের অস্ত্র ও মদের কারখানা

কক্সবাজার প্রতিনিধি

মহেশখালীর পাহাড়ি এলাকায় ফের অস্ত্র ও মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে পুলিশ নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, এ আস্তানা থেকে সাতটি দেশি বন্দুক, ৩০ রাউন্ড কার্তুজ, ৫০ পুরিয়া গাঁজা এবং ১ হাজার লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন দেবাঙ্গাপাড়া এলাকার আরিফ উল্লাহর স্ত্রী শাকিলা (২৫), ঢাকার চকবাজার এলাকার আবদুল আজিজের ছেলে এরশাদ উল্লাহ (৩৮), স্থানীয় আবদুল জব্বারের স্ত্রী নুরুন্নাহার (৩৪)। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় মোহাম্মদুল হক ও আরিফ উল্লাহ দেবাঙ্গাপাড়ার পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরি ও মদ উৎপাদন করে মহেশখালীসহ দেশের বিভিন্ন এলাকায় বিকিকিনি করে আসছিলেন। গতকাল পুলিশ তাদের কারখানা গুঁড়িয়ে দিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, পাহাড়ে অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে অস্ত্র, গুলি ও মদসহ গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর