বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

২০ বছরের দণ্ডপ্রাপ্ত তিন শিবির নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিস্ফোরক দ্রব্য মামলায় ২০ বছরের দণ্ডপ্রাপ্ত ছাত্রশিবিরের পলাতক তিন নেতা গতকাল রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা হলেন কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সদস্য মেহেদী হাসান ওরফে তাওহীদ ইকবাল সৌরভ, রবিউল ইসলাম ও জামিরুল ইসলাম ওরফে আবদুল্লাহ। ১৬ মাস আগে একই আদালত তাদের অনুপস্থিতিতে প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতারুজ্জামান পলাশ জানান, ২০১৩ সালের ১৮ মার্চ গভীর রাতে রংপুর নগরীর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের পাশে ‘অনি-অমি’ নামের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ হাতবোমা, বিস্ফোরক, পেট্রলভর্তি সেভেন আপের বোতল ও লোহার রড উদ্ধারসহ শিবির নেতা আহসান হাবীব ও মোস্তফা কামালকে আটক করে।

সর্বশেষ খবর