বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
তথ্য গোপন জালিয়াতি

সরকারি জমি আত্মসাতের অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী মিরপুরের শাহ আলীবাগে সোয়া চার একর জমি আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন শমসের আলী ও নুরুজ্জামান। গতকাল বিকালে তাদের গ্রেফতার করা হয়। দুদক সূত্র জানায়, শমসের আলী ও গৃহ সংস্থান অধিদফতরের কর্মচারী নুরুজ্জামান পরস্পরের যোগসাজশে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের বিশিল মৌজায় সোয়া চার একর জমি জাল ও জালিয়াতির আশ্রয় নিয়ে রেজিস্ট্রি দলিল করেন। সে সময় ওই জমির বাজার মূল্য ছিল প্রায় ২ কোটি ৭৮ লাখ ১২ হাজার ৮৬৪ টাকা। কিন্তু তারা তথ্য গোপন করে যথাযথ অনুমোদন ও নিয়ম না মেনে ওই জমির দালিলিক দাম ১ কোটি ৭ লাখ ৫৬০ টাকা দেখান। এ বিষয়ে একটি অভিযোগ দুদকে জমা হলে, তদন্ত শুরু করে দুদক। তদন্ত পুরো বিষয়টি বেড়িয়ে আসে। পরে গতকাল সকালে রাজধানীর দারুসসালাম থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

সর্বশেষ খবর