বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কৈলাস সত্যার্থীর ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

সুবিধা বঞ্চিত শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে মুক্ত, নির্যাতন থেকে রক্ষা ও স্বাভাবিক জীবনের নিরাপত্তাসহ মানসম্মত শিক্ষা নিশ্চিতের ক্যাম্পেইনে নেমেছেন নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী। এ ক্যাম্পেইনের নাম ‘১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন’। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ক্যাম্পেইনের নানা দিক তুলে ধরা হয়। এ সময় নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কৈলাশ সত্যার্থীর সহধর্মিণী সুমেধা সত্যার্থী উপস্থিত ছিলেন।

 কৈলাস সত্যার্থী বলেন, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ঝুঁকিপূর্ণ শ্রম ও পাচার থেকে শুরু করে সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করতেই কয়েকটি দেশে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বিশ্বে ১০০ মিলিয়নের বেশি শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সঙ্গে জড়িত। যার মধ্যে ৫ মিলিয়ন শ্রমদাস হিসেবে কাজ করছে। এখনো বিশ্বব্যাপী ১০০ মিলিয়নের বেশি শিক্ষার্থী রয়ে গেছে স্কুলের বাইরে। এ ক্যাম্পেইন তাদের জন্য একটি প্লাটফরম হয়ে দাঁড়াবে। বিশ্বের যুব সমপ্রদায়ের ১০০ মিলিয়ন সদস্যকে সম্পৃক্ত করে সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করবে এই ক্যাম্পেইন। রাশেদা কে চৌধুরী বলেন, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে জড়িত। এদের বড় অংশই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। আশা করছি এ ক্যাম্পেইন তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে। ফরিদা ইয়াসমিন বলেন, বাংলাদেশ ও ভারতে শিশুশ্রম, দারিদ্র্যসহ নানা সমস্যা রয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি দেশের তরুণ সাংবাদিকদেরও এ ক্যাম্পেইনের অংশীদার করার সুপারিশ করেন।

সর্বশেষ খবর