শিরোনাম
বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

একনেকে আট হাজার কোটি টাকার সাত প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাত হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ের সাতটি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জিওবি তিন হাজার ৮৭৬ কোটি ৩২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য চার হাজার ১৩ কোটি ৬৮ লাখ টাকা। সাত প্রকল্পের মধ্যে দৈনিক এক হাজার ৭৬০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের মোট ব্যয় চার হাজার ৯৮৫ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় চীন সরকার তিন হাজার ৯৮৬ কোটি টাকা ঋণ দেবে। প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে ২০১৮ সালের জুনে।

গতকাল শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

সর্বশেষ খবর