বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ মেডিকেলের অচলাবস্থা কাটেনি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে অচলাবস্থা কাটেনি। গতকালও হাসপাতালের সুষ্ঠু পরিবেশ, রোগীর সেবা, ছাত্রছাত্রীর পরীক্ষা ও লেখাপড়ার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ বিক্ষোভে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা অংশ নেন। বিক্ষোভকারীরা বলছেন, কিছুদিন ধরে হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক তাইমুর নেওয়াজ ও পরিচালক অধ্যাপক ডা. এম এ রউফ সরদারের নেতৃত্বে কিছু জুনিয়র শিক্ষক ও ছাত্রছাত্রীকে নিয়ে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্দোলন করছে। তাদের এ আন্দোলনের ফলে হাসপাতালে রোগীর সেবাসহ সব ধরনের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। হাসপাতালের এ অচলাবস্থা থেকে উত্তরণের জন্য গতকাল চিকিৎসক, নার্স ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ করেছেন।

সর্বশেষ খবর