শিরোনাম
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আদালতের শর্ত মেনে একুশের মা-বাবা শাকিলা-জাকির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মায়ের কোলে নিরাপদ আশ্রয় পেল ‘একুশ’। নিঃসন্তান ডাক্তারপত্নী শাকিলা আক্তারের কোলে ঠাঁই হলো দেড় মাসের এই অবুঝ শিশুটির। চট্টগ্রামের শিশুবিষয়ক আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস নবজাতককে হস্তান্তরের আদেশে ১০ লাখ টাকার শিক্ষাবীমা করার শর্ত দিয়েছিলেন। বুধবার ডা. মো. জাকিরুল ইসলাম ও শাকিলা ফারজানা দম্পতি শিক্ষাবীমার প্রথম কিস্তি ১ লাখ ৫২ হাজার টাকা জমা দেওয়ার রসিদ আদালতে জমা দেন। বিকাল ৩টার দিকে শিশু একুশকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে আসেন ওই হাসপাতালের নবজাতক বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. দেবাশীষ রায় চৌধুরী ও ওয়ার্ড সুপারভাইজার শিখা ভট্টাচার্য্য। আদালতের নির্দেশে তারা শিশুটিকে নিয়ে এজলাসে উঠে বিচারকের পাশে গিয়ে দাঁড়ান। আবেগঘন পরিবেশে শিশুটির গ্রহণের ফরমে স্বাক্ষর করেন শাকিলা ও তার স্বামী। এ সময় আদালত এই নিঃসন্তান দম্পতির উদ্দেশে বলেন, ‘আপনারা একুশকে এমনভাবে মানুষ করুন যাতে সে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুশিক্ষিত আলোকিত মানুষ হয়ে ওঠে।’ একুশকে নেওয়ার জন্য আদালতে শাকিলার সঙ্গে আসেন তার বাবা এম এ খালেক, ভাই-বোন, ননদসহ নিকটজনেরা। একুশকে নিয়ে তারা প্রথমে জাকিরের মায়ের বাসায় যান। মায়ের বাসায় প্রবেশের আগে আজান দেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। এরপর কয়েকজন দরিদ্র ও ভিখারিকে বাসায় নিয়ে তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

সর্বশেষ খবর