শিরোনাম
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আড়ংয়ের আউটলেট এখন বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক

আড়ংয়ের আউটলেট এখন বসুন্ধরায়

দেশের বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটিতে গতকাল আড়ংয়ের আউটলেট উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ —বাংলাদেশ প্রতিদিন

দেশের খ্যাতনামা লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের বৃহৎ আউটলেট এখন রাজধানীর বসুন্ধরা সিটিতে। দেশের বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটিতে ৩১ মার্চ চালু হয়েছে এ আউটলেট। গতকাল আউটলেটের গ্র্যান্ড ওপেনিং করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এহসান রেজা (অব.)।

স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘দেশের গ্রামীণ কারুপণ্য বাজারজাত করতে ১৯৭৮ সালে আড়ং কার্যক্রম শুরু করে। সারা দেশে প্রায় ৮৫ হাজার কারুপণ্য উৎপাদকের পণ্য আড়ং বাজারজাত করছে। আমরা যখন শুরু করি গ্রামীণ কারুপণ্য উৎপাদনের সঙ্গে জড়িতরা তাদের পণ্য বিক্রিতে সঠিক দাম পেতেন না। নানাভাবে তাদের ঠকানো হতো। আড়ং সেসব দরিদ্রের পণ্য আজ বিশ্বব্যাপী বাজারজাত করছে।’

তিনি বলেন, ‘আমাদের ১৭তম আউটলেট বসুন্ধরা সিটিতে চালু হয়েছে। আড়ংয়ের পণ্য কেনার ডেবিট কার্ড দিয়ে বিশ্বের যে কোনো দেশ থেকে কেনা যাবে। বসুন্ধরা সিটিতে বিশাল পরিসরে এই আউটলেট সর্বোচ্চ সুবিধা দিয়ে গ্রাহকদের চাহিদা মেটাবে।’ তিনি বলেন, ‘দেশি কারুপণ্য উৎপাদন ও বাজারজাত করতে আড়ং সর্বপ্রথম কাজ শুরু করে। ক্ষুদ্র পরিসর থেকে বর্তমানে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আড়ংয়ের পরে কারুপণ্য বাজারজাত করতে আরও অনেক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। এটা আমাদের সফলতা।’

সর্বশেষ খবর