বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বকেয়া কর আদায়ে হালখাতা করবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচারের হার বেড়ে গেছে বলে উল্লেখ করেছে গণমাধ্যমে কর্মরত অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ। সংগঠনটি কীভাবে অর্থ পাচারের গতিরোধ করা যায়, সে জন্য বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন-দুদক, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে এনবিআর আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ইআরএফ নেতারা। 

ওই প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, করদাতাদের কাছ থেকে  বকেয়া কর আদায়ে এবারের    বৈশাখে হালখাতার আয়োজন করবে এনবিআর।

সর্বশেষ খবর