শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পদ্মা অয়েলের সাবেক এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

তিন কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুটি উন্নয়ন কাজের প্রায় ৩ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা অয়েলের সাবেক এমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের সদরঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরসহ দুটি মামলায় পদ্মা অয়েলের আরও চার কর্মকর্তাসহ পৃথকভাবে আসামি হিসেবে আছেন আরও ছয়জন। পদ্মার সাবেক এমডি বর্তমানে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। গতকাল দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে মামলা (নং-০৮ ও ০৯) দুটি দায়ের করেছেন। দুদকের মামলার বাদী সিরাজুল হক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানে জ্বালানি নেওয়ার জন্য হাইড্রেন্ট লাইন নির্মাণে শিডিউল মোতাবেক কাজ না করে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়েছে। একইভাবে ২০১৬ সালে খুলনার দৌলতপুরে পদ্মা অয়েলের একটি ভবন নির্মাণে শিডিউল মোতাবেক কাজ না করে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। তিনি বলেন, পদ্মা অয়েলের এমডি থাকাকালে আবুল খায়েরসহ অপরাপর আসামিরা পরস্পরের যোগসাজশে কাজ কম করে অর্থ আত্মসাৎ করেছেন। মামলার অভিযুক্ত প্রধান আসামি পদ্মা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়ের বর্তমানে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৫-২০১৬ অর্থবছরে হওয়া এই উন্নয়ন কাজ থেকে টাকা আত্মসাতের মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এরা হলেন ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স অয়েল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের এমডি মো. ফাহিম জামান পাঠান, প্রকল্প পরিচালক পদ্মা অয়েলের কর্মকর্তা মো. আলী হোসেন এবং এমডি আবুল খায়েরকে। ২০১৬ সালে খুলনার দৌলতপুরে পদ্মা অয়েলের একটি ভবন নির্মাণে শিডিউল মোতাবেক কাজ না করে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে পাঁচজনকে। আসামিরা হলেন, পদ্মা অয়েলের এমডি আবুল খায়ের, প্রকল্প পরিচালক মো. নূরুল আমিন, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী কে এম আবদুর রহিম ও প্রকৌশলী সালেকী আহমেদ আইনুল আব্বাসী এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ ইউনূস অ্যান্ড কোম্পানির এমডি আনিসুর রহমান।

সর্বশেষ খবর