শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বরিশাল নগরীতে স্কুলছাত্রদের সশস্ত্র হামলা, আটক ৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রকে কুপিয়ে আহত করার জেরে নগরীর ব্রাউন কম্পাউন্ড ও আশপাশের কয়েকটি বসতঘরে হামলা-ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষ। হামলার সময় ঘর থেকে বের করে দুই মহিলাকে মারধর করা হয়। হামলার আগে তারা জিলা স্কুলের সামনে নুরে আলম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করে। নুরে আলম নগরীর টাউন হলের সামনে মামুন মাইকের কর্মচারী এবং ভাটিখানার আবদুল জলিলের ছেলে। হামলাকারীরা সবাই নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজ, বি এম স্কুল ও এ কে স্কুলের ছাত্র। জানা গেছে, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ বালা, সৌরভসহ নয়জনকে আটক করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে আগরপুর রোড থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে। আহত নুরে আলম জানিয়েছেন, গতকাল জিলা স্কুলের একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানের মাইক নিয়ে বুধবার সন্ধ্যায় স্কুলে আসেন তিনি। স্কুলের গেট বন্ধ থাকায় বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ২০-২৫ জন কিশোর রাতের অন্ধকারে তার ওপর হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে ছিল ধারালো অস্ত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর হামলাকারীরা ব্রাউন কম্পাউন্ডে প্রবেশ করে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রতনের  বসতঘরসহ বেশ কয়েকটি ঘরে ভাঙচুর চালায়। সেখান থেকে পরেশ সাগর মাঠের পেছনের গলিতে ঢুকে স্থানীয় সুমনদের বাসায় ভাঙচুর করে। 

সর্বশেষ খবর