শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাবিতে পরিবহন সংকট বেহালদশা স্ট্যান্ডের

মর্তুজা নুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়

সোমবার দুপুর ১টা। ক্লাস শেষে বাসায় ফেরার জন্য বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে এলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয়শ্রী রানী। কিন্তু নগরীর সিঅ্যান্ডবিগামী ছাত্রী বাসটি ততক্ষণে শিক্ষার্থীভর্তি। দাঁড়িয়ে যাওয়ারও উপায় নেই। ধারণক্ষমতার তিন গুণ বেশি শিক্ষার্থী নিয়ে বাসটি ক্যাম্পাস ছেড়ে গেল। আর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেল জয়শ্রীর মতো আরও অনেককেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে প্রতিদিনই এমন চিত্রের দেখা মেলে। অন্যদিকে ১৯৬৭ সালে বিশ্ববিদ্যালয়ে পরিবহনব্যবস্থা চালুর পর থেকে সংস্কার করা হয়নি স্ট্যান্ডটি। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে বাসের সংখ্যা মাত্র ৩৯টি। এর মধ্যে বিভিন্ন রুটে চলাচল করছে ২৭টি। যার ৮টি শুধু শিক্ষক ও কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার হয়। আর শিক্ষক-ছাত্রীদের জন্য ৪টি, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রীর জন্য ৪টি এবং ছাত্রদের জন্য ১১টি। শুধু ছাত্রীদের জন্য রয়েছে ৩টি। রারিতে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের এই বাসসংখ্যা একেবারেই অপ্রতুল। এজন্য তাদের ঝুঁকি নিয়ে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে দেখা যায়। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন তারা। একই অবস্থা ছাত্রদের বাসগুলোয়ও। গাদাগাদি করে যাতায়াত করতে হয় তাদের। অথচ শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাসগুলো অনেকটা সিট ফাঁকা নিয়েই যাতায়াত করে। শিক্ষার্থীরা বলছেন, মাত্র ২৭টি বাস তাদের জন্য যথেষ্ট নয়। প্রশাসনকে বার বার বাসসংখ্যা বাড়ানোর বিষয়ে বলা হলেও বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন তারা।

সর্বশেষ খবর