শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
সিপিবি-বাসদের সমাবেশে বক্তারা

স্বার্থবিরোধী চুক্তি জনগণ মানবে না

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আয়োজিত বিক্ষোভ-সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের সঙ্গে ঝুলে থাকা তিস্তার পানি চুক্তি বাস্তবায়ন করতে হবে। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল অনুষ্ঠিত এই বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আরও বক্তব্য দেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, জুলফিকার আলী প্রমুখ।

সেলিম বলেন, তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্তে হত্যা, টিপাইমুখ বাঁধ, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্য ঘাটতিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমীংমাসিত অনেক বিরোধ দীর্ঘদিন ঝুলে আছে।

সর্বশেষ খবর