রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম স্টেশনে প্রবেশের সময় আরেকটি ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ ঘটেছে। রেলের কর্মকর্তারা বলেছেন, বিজয় ট্রেনের গতি কম থাকার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। গতি বেশি থাকলে ক্ষয়ক্ষতির পাশাপাশি যাত্রীরাও আহত হওয়ার আশঙ্কা ছিল। এদিকে, ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মিয়া হাজানকে প্রধান করে তিন সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন রেলের মহাপরিচালক মো.আমজাদ হোসেন। কমিটির অপর দুই সদস্য হলেন- প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল) মনজুরুল ইসলাম চৌধুরী ও প্রধান সিগন্যাল অ্যান্ড টেলিযোগাযোগ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মঈনুল ইসলাম। অন্যদিকে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর