সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পয়লা বৈশাখ উদযাপনে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বাঙালির অন্যতম উৎসব বৈশাখকে বরণে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো সেবক থেকে মেয়র পর্যন্ত সম্মিলিতভাবে সবার পরিবার একযোগে বৈশাখী উৎসবে মিলিত হবে। পয়লা বৈশাখ দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে নগরীর স্বাধীনতা পার্কে। নববর্ষের এ উৎসবে সবাইকে নিঃস্বার্থ সেবা দেওয়ায় শপথও নেওয়া হবে। গতকাল দুপুরে চসিকের আটটি স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় এপ্রিল পৌরকর, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি-সমাবেশ নগরীর ৪১টি ওয়ার্ডে একযোগে আয়োজন, নগরীর চলমান উন্নয়ন কার্যক্রমের জরিপ পরিচালনা এবং উন্নয়ন কার্যক্রম কঠোরভাবে মনিটরিং এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পয়লা বৈশাখ নববর্ষ বাঙালির জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিবসটিকে স্মরণীয় করতে চসিকে কর্মরত সেবক থেকে মেয়র পর্যন্ত সম্মিলিতভাবে সবার পরিবার একযোগে উৎসবে মিলিত হবে। এ লক্ষ্যে স্বাধীনতা পার্কে মিলনমেলা, বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে। নববর্ষের এ দিনে সবাইকে নিঃস্বার্থ সেবার জন্য শপথ গ্রহণ করানো হবে। নগরবাসীর সেবায় নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে সেবার মনোভাব নিয়ে নিজ  নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

সর্বশেষ খবর