সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

১০৪টি ইউনিট কমিটি করবে নগর আওয়ামী লীগ

রাহাত খান, বরিশাল

১০৪টি ইউনিট কমিটি করবে নগর আওয়ামী লীগ

নগরীর ৩০টি ওয়ার্ডে সফল কর্মিসভা শেষে এবার ইউনিট কমিটি করতে যাচ্ছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। নগরীর আওতাভুক্ত ১০৪টি ভোটকেন্দ্র ভিত্তিক ‘ইউনিট’ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে তারা। এই কমিটির নেতারা আগামীতে যে কোনো নির্বাচনে নিজ নিজ কেন্দ্রে ভোট পরিচালনা এবং কেন্দ্রের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নগরীর কয়েকটি নিষ্ক্রিয় ওয়ার্ড কমিটি হালনাগাদ ও টানা দুই মেয়াদে বরিশালসহ সারা দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি লিফলেট আকারে প্রকাশের কথা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতারা। শনিবার রাতে নগরীর কালীবাড়ি রোডের সমাজসেবা অধিদফতর মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি ও সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ৯ এপ্রিল মহানগর আওয়ামী লীগের সভাপতি সদর আসনের এমপি অ্যাডভোকেট শওকত হোসেন হিরণের মৃত্যুর পর অভিভাবক শূন্য হয়ে পড়েন নেতা-কর্মীরা।    যোগ্য নেতৃত্ব না পাওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়েন হিরণ অনুসারী শত শত আওয়ামী লীগ নেতা-কর্মী।

হিরণের হাত ধরে অনন্য উচ্চতায় ওঠা মহানগর আওয়ামী লীগ পরিণত হয় কাগুজে সংগঠনে। যদিও তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম চেষ্টা করেছিলেন নেতা-কর্মীদের আগলে রাখতে। কিন্তু শেষ পর্যন্ত শেষরক্ষা হয়নি।

সর্বশেষ খবর