সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পরিবার পরিকল্পনা অধিদফতরের পণ্য ভাণ্ডারে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় পণ্যাগারে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১৪টি ইউনিটের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস বলছে, শনিবার রাতে আগুন লাগলেও গতকাল সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিবার পরিকল্পনা অধিদফতরের এক কর্মকর্তা বলছেন, পণ্যাগারের ভিতরে প্রচুর পরিমাণ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিশেষ করে কনডম ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর