সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দিল্লির নৈশভোজে যা হলো

নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি থেকে

ভারত সফরে এসে তিন দিন ধরে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও সে ভবনেরই বাসিন্দা। এই তিন দিনে অনেকবার দেখা হয়েছে নিশ্চয়। সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, ভাপা ইলিশ নিজ হাতেই রান্না করে প্রণব মুখার্জিকে খাইয়েছেন শেখ হাসিনা। তবে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। রাষ্ট্রপতি ভবনেরই উত্তর ড্রয়িং রুমে শেখ হাসিনা সাক্ষাতে বসেন প্রণবের সঙ্গে। বেশ কিছু সময় তারা কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রমুখ। এই সাক্ষাতের পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় পরই ছিল নৈশভোজের আয়োজন। ভবনের ব্যাঙ্কুয়েট হলে নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ থেকে আসা সফরসঙ্গীদের আমন্ত্রণ জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়েছিল, নৈশভোজের জন্য আয়োজনে সারা দিনই ব্যস্ত ছিলেন পাঁচকদল। চিতল মাছের মুইঠ্যা, চিংড়ির মালাইকারি, ভেটকি মাছের পাতুরি থাকে এই আয়োজনে। এর বাইরে উত্তর ভারতীয় গোসত ইয়াখনি, রাইজিনা কোফতা, মুর্গ দরবারি প্রভৃতিও থাকে খাবারের আয়োজনে। সূত্রগুলো জানিয়েছে, গতকালই জানা গিয়েছিল তিস্তা নিয়ে সমস্যা রয়েছে। কিন্তু তাতে ‘মাধুর্য’ এবং ‘আন্তরিকতা’র কোনো ঘাটতি হয়নি। গতকাল রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দেওয়া নৈশভোজ থেকে বেরিয়েও এমনটা জানান মমতা ব্যানার্জি। ভোজসভায় ছিল ভেটকি শর্ষে, কাবাব, মাটন কারি, মাটন বিরিয়ানি, ফিশ ফ্রাই, রসমালাইসহ ১৮টি পদ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর