মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাল্যবিয়ের বিধান নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

বিশেষ ক্ষেত্রে বাল্যবিবাহের অনুমোদন দিয়ে প্রণীত বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর সংশ্লিষ্ট ধারা নিয়ে রুল জারি করেছে হাই কোর্ট। রুলে ওই ধারা কেন অসাংবিধানিক ও বেআইনি  ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। গত ২৭ ফেব্রুয়ারি ‘বাল্যবিবাহ নিরোধ বিল-২০১৭ সংসদে পাস হয়। ওই আইনের ১৯ ধারায় বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে, বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না। আইনের এই বিধানকে সংবিধান এবং বিভিন্ন আন্তর্জাতিক আইন ও চুক্তির সঙ্গে সাংঘর্ষিক দাবি করে ৪ এপ্রিল হাই কোর্টে রিট করে নারীপক্ষ ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

সর্বশেষ খবর