শিরোনাম
মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পয়লা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে হবে

---------- ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

যে কোনো মূল্যে নির্বিঘ্নে পয়লা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। একই সঙ্গে ভাড়াটিয়াদের তথ্যের ব্যাপারে গুরুত্ব দিতে এবং ওয়ারেন্ট তামিলের ওপরও কথা বলেন ডিএমপি কমিশনার। গতকাল ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে উপরোক্ত বিষয়সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সভায় ডিএমপির সব কটি থানার ওসি, সবকটি বিভাগের ডিসিসহ তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়। সূত্র জানায়, সভায় আদালত কর্তৃক জারিকৃত ওয়ারেন্ট তামিল কম হওয়ায় সব ক্রাইম ডিভিশনের ডিসি, থানার ওসিদের উদ্দেশ করে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, গত মাসের চেয়ে ডিএমপিতে ওয়ারেন্ট তামিল কম হয়েছে। অনেকগুলো ক্লু-লেস মামলার কথাও বলেন তিনি। দ্রুত সময়ের মধ্যে এসব মামলার রহস্য উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জোর দেওয়ার কথা বলেন তিনি। আছাদুজ্জামান মিয়া বলেন, থানাগুলোর প্রতিটি উঠান বৈঠকে জঙ্গিবাদের বিষয়টি তুলে ধরতে হবে। যাতে সাধারণ মানুষ জঙ্গিবাদ সম্পর্কে সচেতন থাকেন। বিট পুলিশিংয়ের কার্যক্রম বাড়াতে এবং এর সমন্বয় করতে নির্দেশনা দেন তিনি।

ডিএমপির ভাড়াটিয়াদের তথ্যের বিষয়ে যুগ্মকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, প্রায় ১৫ লাখ ভাড়াটিয়া তথ্যের ফরম ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়েছে। ক্রমান্বয়ে এ সংখ্যা বাড়ছে। তবে চাহিদার ভিত্তিতে সংশ্লিষ্টদের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। সভায় বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান, মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার রেজাউল আলম, তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম ও আদাবর থানার ওসি শেখ শাহীনুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর