মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ওসিকে তলব

নিজস্ব প্রতিবেদক

এক বছর পরও সোনা চোরাচালানের মামলায় চার্জশিট না দেওয়ায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশকে তলব করেছে হাই কোর্ট। গতকাল হাই কোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। মামলার এক বছর পরও সোনা চোরাচালানের এক মামলায় চার্জশিট না দেওয়ার অভিযোগে ২২ মে ওসিসহ ওই মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। গত বছরের জানুয়ারিতে দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটের যাত্রী মফিজুল আলমের কাছ থেকে ১৩ পিস সোনার বার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়। এদিকে মামলার আসামি মফিজুল আলমের বিচারিক আদালতে জামিন আবেদন খারিজ হয়। পরে তিনি হাই কোর্টে জামিনের আবেদন করেন। ওই আবেদনের শুনানিতে চার্জশিটের বিষয়টি উঠে আসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর