বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হজ নিবন্ধনের সময়সীমা ১৫ দিন বেড়েছে

মোস্তফা কাজল

হজের কোটা বাড়ছে শিগগিরই এমন সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। আগামী হজে সৌদি আরব সরকার নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত ১০ হাজার বাংলাদেশির হজে যাওয়ার অনুমতি দিতে পারে বলে ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এ ছাড়া গতকাল একই সঙ্গে চলতি বছর হজ গমনেচ্ছুদের নিবন্ধনের সময়সীমা ১৫ দিন বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। নতুন সময় অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে। পূর্ব ঘোষণা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম গতকাল ১০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দাবির পরিপ্রেক্ষিতে এ সময়সীমা বাড়ানো হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বাংলাদেশ সফররত সৌদি প্রতিনিধি দলের কাছে নির্ধারিত কোটার অতিরিক্ত আরও ১০ হাজার কোটা বৃদ্ধির মৌখিক প্রস্তাব দিয়েছেন। মন্ত্রী সৌদি অতিথিদের সঙ্গে আলাপকালে জানান, বাংলাদেশ ধর্মপ্রাণ মুসল্লির সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকেই  আল্লাহর ঘরে সৌদি আরব যেতে চান। তিনি আরও জানান, হজ চুক্তি অনুযায়ী সরকারি ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনসহ মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা বরাদ্দ রয়েছে। তবে ইতিমধ্যে প্রায় এক লাখ ৯০ হাজার মুসল্লি প্রাক নিবন্ধন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর