বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

শুধু পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে জঙ্গিবাদ দমন সম্ভব নয়। দলমতনির্বিশেষে এর বিরুদ্ধে দরকার সমন্বিত উদ্যোগ। জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক আলোচনা সভায় গতকাল এসব কথা বলেন বক্তারা। সম্মিলিত সামাজিক আন্দোলন সাম্প্রদায়িকতা -জঙ্গিবাদ বিরোধী মঞ্চ ‘জঙ্গিবাদ প্রতিরোধ : প্রয়োজন জাতীয় উদ্যোগ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।

সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী (অব.), নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, জাসদ একাংশের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ আরেক অংশের শিরিন আখতার, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ড. আজিজুর রহমান, সাংবাদিক অজয় দাশগুপ্ত প্রমুখ। সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব ড. নুর মোহাম্মদ তালুকদার। শওকত আলী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জাতিকে সচেতন করে আন্দোলন গড়ে তুলতে হবে। এ আন্দোলনের মধ্য দিয়েই লক্ষ্যে পৌঁছে যেতে হবে। এর জন্য উদ্যোগ ও ঐক্য প্রয়োজন। দেশের বেশির ভাগ মানুষ এর পক্ষে থাকবে। আবদুর রশীদ বলেন, জঙ্গিবাদ হচ্ছে মতাদর্শভিত্তিক লড়াই। যাদের ধর্মের জ্ঞান নেই তাদের জঙ্গিবাদে জড়ানো হচ্ছে। ইসলামের খণ্ডিত ব্যাখ্যা দিয়ে এতে প্রলুব্ধ করা হচ্ছে। সুস্থ মানসিকতার কেউ মানুষ খুন করতে পারে না। মানসিক বৈকল্যের কারণেই জঙ্গিত্ব বরণ করছে মানুষ।

সর্বশেষ খবর