বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজে নিয়োগপ্রত্যাশীদের শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, আইন সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একটি রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আইনজীবী মো. হুমায়ন কবির বলেন, ২০০৬ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালায় নিবন্ধনের কোনো সময়সীমা ছিল না। পরবর্তীতে সংশোধিত বিধিমালায় নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর