বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

অতিরিক্ত কোটায় হজে পাঠানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো উল্লেখ করে অতিরিক্ত কোটায় অপেক্ষমাণ ৭০ হাজার জনকে হজে পাঠানোর দাবি জানিয়েছে হাব সমন্বয় পরিষদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। হাব সমন্বয় পরিষদের আহ্বায়ক আলহাজ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, হজে যাত্রী পাঠানোর ক্ষেত্রে ভারত ও পাকিস্তান অতিরিক্ত কোটা পাচ্ছে। আমলাদের কারণে কোটা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। ধর্ম মন্ত্রণালয় ঘোষিত ১৫০ জন প্রাক নিবন্ধন সম্পন্নকারী হজযাত্রীকে ২০১৭ সালে হজে নেওয়ার কথা থাকলেও সাত শতাধিক এজেন্সির প্রায় ৭০ হাজার হজযাত্রী বঞ্চিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর