বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সারা দেশে প্রতিবাদ নিন্দা

ভাস্কর্য ইস্যু

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ন্যায়বিচারের প্রতীক ‘জাস্টিশিয়া’ ভাস্কর্য অপসারণ প্রসঙ্গ নিয়ে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন সংগঠন তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

হেফাজতে ইসলামসহ ইসলামপন্থি কয়েকটি সংগঠন ভাস্কর্যটি অপসারণের দাবিতে আন্দোলন করছে। অপসারণ চেয়ে এরই মধ্যে হাই কোর্টে একটি রিট আবেদনও করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও কওমি মাদ্রাসার প্রতিনিধিরা ভাস্কর্যটি অপসারণের প্রসঙ্গ তোলেন। প্রধানমন্ত্রী এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে প্রতিবাদ ও নিন্দার ঝড়। উদীচী শিল্পীগোষ্ঠী বিবৃতি দিয়ে আজ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশে যোগ দিতে অসাম্প্রদায়িক ব্যক্তি ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয়ভাবে বিকাল ৫টায় রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে এ কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে তারা। দেশের বিভিন্ন স্থানে পয়লা বৈশাখ উদযাপনের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির প্রতিবাদও জানানো হবে সেখান থেকে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণের বাইরে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমর্যাদা ঘোষণা এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের ইচ্ছা প্রকাশসহ যেসব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর বেশির ভাগকেই অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। এসব সিদ্ধান্ত কার্যকর হলে তা মুক্তিযুদ্ধের অবশিষ্ট অর্জনগুলোকে বিনষ্ট করবে বলে তারা বিবৃতিতে উল্লেখ করেন। দেশে বুদ্ধিজীবী সমাজসহ জনগণকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

সর্বশেষ খবর