শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কলেজ ছাত্র হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জমিজমা ও নারীঘটিত বিরোধের জেরে যশোরের কেশবপুরে কলেজছাত্র মারুফ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে দবির উদ্দীন, মহির উদ্দীন, কহির উদ্দীন ও জহীর উদ্দীন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি কবির উদ্দীন পলাতক।

জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর সকালে যশোরের কেশবপুর উপজেলার কিসমত শানতলায় আসামিরা পিটিয়ে হত্যা করেন কলেজছাত্র মারুফকে। এক দিন পর মারুফের চাচা রজব আলী বাদী হয়ে কেশবপুর থানায় সাতজনের নামে মামলা করেন।

২০১৪ সালের ১ এপ্রিল কেশবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নাসির উদ্দীন সাতজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ খবর