রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিসিকের বিরুদ্ধে মামলার হুমকি ট্যানারি মালিকদের

অভিযোগ এখনো গ্যাস বিদ্যুতের পুরোপুরি সংযোগ দেয়নি

নিজস্ব প্রতিবেদক

বিসিকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন হাজারীবাগের ট্যানারি মালিকরা। গতকাল রাজধানীর ধানমন্ডির প্রিয়ংকা কমিউনিটি সেন্টারে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহীন আহমেদ। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

সভায় বক্তারা বলেন, সাভারের ট্যানারি শিল্প নগরী প্রস্তুত বলা হলেও এখনো সেখানে গ্যাস-বিদ্যুতের পুরোপুরি সংযোগ দেয়নি বিসিক। এসব কারণেই মামলা করা হবে। মতবিনিময় সভায় ৯ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। ঐক্য পরিষদ ঘোষিত নতুন কর্মসূচির মধ্যে রয়েছে : ১৭ এপ্রিল বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও হাইড অ্যান্ড স্কিন রিটেইল ডিলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা। ১৮ এপ্রিল ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড়ে সমাবেশ। ২০ এপ্রিল লেদার কেমিক্যাল ব্যবসায়ী সমবায় সমিতি ও কেমিক্যাল ইমপোর্টার্স অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা। ২২ এপ্রিল ঢাকা ট্যানারি মোড়ে মৌনমিছিল। ২৭ এপ্রিল চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের উদ্যোগে মিট দ্য প্রেস এবং ২৯ এপ্রিল প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন। এ ছাড়া চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের পক্ষ থেকে কয়েকটি দাবিও জানানো হয়। এর মধ্যে রয়েছে : আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে সাভার চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা। শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা। সেক্টর-সংশ্লিষ্ট সংগঠনগুলোর পুনর্বাসনের লক্ষ্যে বরাদ্দসহ প্লট না পাওয়া উদ্যোক্তাদের প্লট দেওয়া। কারখানা বন্ধের সময় শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকদের সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ বরাদ্দ।

মতবিনিময় সভায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহীন আহমেদ বলেন, ‘সাভার চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। এজন্য সবাই ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিপূরণ আদায়ে আমরা বিসিকের বিরুদ্ধে মামলা করব। আন্দোলন ও আইনি লড়াই দুটিই একসঙ্গে চলবে।’ সভায় বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘উৎপাদন বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, আমরা তা নিরূপণ করছি। বিসিককে এ ক্ষতিপূরণ দিতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর