রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থীকে আটকের সংবাদে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টরের নির্দেশে পুলিশ দীপু রায় নামে এক শিক্ষার্থীকে আটকে রাখার সংবাদ পেয়ে তার বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীপু বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথমবর্ষের ছাত্র। এ ঘটনার প্রতিবাদে এবং বিচার দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আগামীকাল দুপুরে বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রারকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করবে। 

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এরশাদ আলী বলেন, প্রক্টর মীর তামান্না সিদ্দিকা কয়েকদিন আগে ক্যাম্পাসে সাইকেল চালিয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১২টার সময় পুলিশ ফাঁড়ির সামনে প্রক্টরকে দেখে দীপু তার বন্ধুকে সাইকেল কিনে চালানোর কথা বলেন। এ ঘটনায় প্রক্টরের নির্দেশে দীপুকে ফাঁড়িতে নিয়ে আসা হয়। ১২টা ৩৩ মিনিটে নীলফামারী হাসপাতালে মারা যান দীপুর বাবা। আগে থেকেই হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর