সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ফাজিল পরীক্ষায় এগিয়ে মেয়েরা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ফাজিল (ডিগ্রি) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। জানা যায়, এ বছরের ফাজিল প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৫৩ হাজার ৮৪ জন। পাস করে ৫০ হাজার ৮৯০ জন। পাসের হার ৯৫.৮৭ শতাংশ। দ্বিতীয়বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৪৩ হাজার ২৬৫ জন। পাস করে ৩৯ হাজার ৩১২ জন। পাসের হার ৯০.৮৬ শতাংশ। তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ৩৩২ জন। পাস করে ৩৭ হাজার ২৬৯ জন। পাসের হার ৯৭.২৩ শতাংশ।

সর্বশেষ খবর