সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় ‘হ্যামলেট’ মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘হ্যামলেট’ মঞ্চস্থ

বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেকসপিয়রের ৪০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘হ্যামলেট’ নাটকটি মঞ্চায়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এ নাটকটি। সৈয়দ শামসুল হক অনূদিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন নাট্যাভিনেতা আতাউর রহমান। নাটকটিতে অভিনয় করেছেন শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যশিল্পীরা। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা রামেন্দু মজুমদার, আতাউর রহমান এবং প্রাবন্ধিক মফিদুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মো. বদরুল আনম ভূঁইয়া।

সর্বশেষ খবর