মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ক্যাবের ১৩ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগামী রমজানে নিত্য ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে ১৩ দফা প্রস্তাব দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম। গতকাল দুপুরে চসিকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ক্যাব মেয়রকে প্রস্তাবগুলো দেয়। সভায় প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রস্তাব উপস্থাপন করেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী। ১৩ দফা প্রস্তাবের মধ্যে আছে : আগামী রমজানে নিত্য ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে খুচরা ও পাইকারি ব্যবসায়ীসহ ট্রেডবডির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন; বাজার তদারকি; খাদ্যে ভেজাল ও নকল প্রতিরোধ; মাছ, মাংস ও ফলমূলে ফরমালিনসহ বিভিন্ন কেমিক্যাল মেশানো রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

 চসিক পরিচালিত নিরাপদ খাদ্য পরীক্ষাগার পরিচালনায় ক্যাবের অংশগ্রহণ নিশ্চিত করা; ওয়ার্ড কাউন্সিলর পর্যায়ে ভোক্তা অধিকার আইন, ২০০৯ নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন; চসিক পরিচালিত মোবাইল কোর্টের সংখ্যা; চসিকের ২১ বাজারে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি; যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনায় ওয়ার্ড কাউন্সিলরদের সম্পৃক্ততা বাড়ানো; চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অভিভাবক ফোরাম গঠন; শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মাঝে নিয়মিত সংলাপের আয়োজন; ভোক্তাদের সচেতন করার জন্য ক্যাব-চসিক যৌথভাবে বিভিন্ন প্রচারণা কর্মসূচি গ্রহণ। মেয়র সময়মতো এসব প্রস্তাব বাস্তবায়ন করার ঘোষণা দেন।

সর্বশেষ খবর