মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সময়োপযোগী করা হবে ই-জিপির কার্যক্রম

--------------- পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন— স্টেকহোল্ডার এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত এবং বিভিন্ন  দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ই-জিপির কার্যক্রমকে  আরও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। ই-জিপি সরকারি ক্রয় প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সময়ের চাহিদা অনুযায়ী এ প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে সম্ভাব্য সব কিছু করা হবে।

ঢাকায় এনইসি সম্মেলন কেন্দ্রে ই-জিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও কর্মপরিকল্পনা সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তেব্যে এসব কথা বলেন মন্ত্রী। সভায় ই-জিপি বাস্তবায়নে বিদ্যমান সক্ষমতা এবং প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল করতে ভবিষ্যৎ করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আইএমইডি সচিব মো. মফিজুল ইসলাম, সিপিটিইউ মহাপরিচালক ফারুক হোসাইন এবং পরিকল্পনা কমিশনের সদস্য জুয়েনা আজিজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ  উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর