মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাড্ডায় ৩ গ্রেনেডসহ ৫৪০ গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় আফতাব নগরের কাছে ত্রিমোহনী এলাকায় মাটি ভরাটের কাজ করার সময় শক্তিশালী তিনটি গ্রেনেড ও ৫৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। জানা গেছে- গতকাল সন্ধার পর ত্রিমোহনী এলাকায় আবাসিক ভবন নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ চলছিল। এজন্য বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে মাটি এনে ফেলা হচ্ছিল। শ্রমিকরা মাটি সমান করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড ও বিপুল পরিমান গোলাবারুদ পায়। পরে পুলিশ খবর পেয়ে তা উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের এবং এগুলো জংধরা। এদের মধ্যে ৪০টি গুলি ভেঙে গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে গ্রেনেড নিষ্ক্রিয় করেছে। বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধারে শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর