বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কওমি স্বীকৃতি বাস্তবায়ন হলে বৈষম্য দেখা দেবে : আহলে সুন্নাত

নিজস্ব প্রতিবেদক

আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বলেছেন, সাধারণত ১৭ থেকে ২০ বছর পড়ালেখার পর মাস্টার্স সনদপ্রাপ্ত হলেও সরকারের সিদ্ধান্তে কওমি ধারায় কম সময়ে সে সনদ পাওয়া যাবে। ফলে একটি বৈষম্যমূলক শিক্ষানীতি সৃষ্টি হবে। এ নীতি কখনো মেনে নেওয়া হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে কওমি সনদ বাতিলের দাবিতে সমন্বয় কমিটির ঢাকা জেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন। আগামী ২০ এপ্রিল কওমি সনদ বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়।

সর্বশেষ খবর