বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হস্তান্তরের আগেই টোলঘরে ফাটল!

কাজের মান নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের

সামছুজ্জামান শাহীন, খুুলনা

খুলনা মহানগরীর রূপসা খেয়াঘাটে নবনির্মিত টোলঘরের দেয়াল ও বিমে ফাটল দেখা দিয়েছে। ‘রূপসা রিভার ক্রসিং এরিয়া ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই টোলঘর নির্মিত হচ্ছে। জার্মানি সরকারের অর্থায়নে টোলঘর ছাড়াও এখানে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নতুন বাসস্ট্যান্ড, পন্টুন ও গ্যাংওয়ে নির্মাণ করা হয়েছে। সরেজমিন গতকাল বিকালে দেখা যায়, রূপসা বাসস্ট্যান্ড থেকে পন্টুনে আসার পথে নবনির্মিত দুটি টোলঘরের উত্তর-পূর্ব পাশের দেয়াল ও বিমে ফাটল ধরেছে। পাশাপাশি নির্মাণত্রুটিতে পন্টুন ও গ্যাংওয়ের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। জানা যায়, প্রতিদিন কমপক্ষে ২০ হাজার মানুষ ব্যস্ততম রূপসা খেয়াঘাট থেকে পারাপার হয়। এখানে পুরনো পন্টুনটি ভেঙে জরাজীর্ণ হয়ে যাওয়ায় দুর্ভোগ কমাতে নতুন পন্টুন, গ্যাংওয়ে, টোলঘর ও বাসস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। স্থানীয় বাসিন্দা জাফর উদ্দিন ফরাজী জানান, ঠিকাদার অদক্ষ শ্রমিক দিয়ে পাইলিং ও টোলঘরটি নির্মাণ করেছেন। ফলে নির্মাণত্রুটিতে হস্তান্তরের আগেই টোলঘরের দেয়াল ও বিমে ফাটল ধরেছে। দিন যত যাচ্ছে, ফাটলের আকার আরও বাড়ছে। জানা যায়, জেডটিজেআই নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩০০ মিটার রিভার পাইলিং ও টোলঘর নির্মাণ করেছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে ফাটলের বিষয়টি তাদের অবহিত করা হয়েছে। এদিকে রূপসা খেয়াঘাট ইজারাদারের প্রতিনিধি শাহীন শাহ জানান, নতুন পন্টুনটিতে নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে।

সর্বশেষ খবর