বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দুই রাজাকারের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

দুই রাজাকারের মৃত্যুদণ্ড

একাত্তরে কিশোরগঞ্জ এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দুই রাজাকার মোহাম্মদ মোসলেম প্রধান ও সৈয়দ মো. হুসাইনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেয়। আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে বা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে সরকার। রায়ে মুক্তিযুদ্ধকালীন ধর্ষণ ও গণধর্ষণকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে ট্রাইব্যুনাল। এ দুই আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগই প্রমাণিত হয়েছে। দুই আসামির মধ্যে মোসলেম গ্রেফতার হলেও হুসাইন পলাতক। ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ২৮টি মামলার ৪৮ আসামির মধ্যে মোট ৩০ জনের সর্বোচ্চ সাজার আদেশ হয়েছে। রায়ের পর প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, ‘এ রায়ে আমরা খুশি।

সর্বশেষ খবর