বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মবিলের মতো কালো তেলে জিলাপি তৈরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কালো মবিলের মতোই জিলাপি ভাজার তেল। এ তেল দিয়েই তৈরি করা হচ্ছে জিলাপি। দীর্ঘদিনের পুরান ফাঙ্গাস পড়ে সাদা হয়ে যাওয়া জিলাপির রস দিয়েও ফের তৈরি হচ্ছে জিলাপি। পুরনো মিষ্টি নষ্ট হয়ে ধারণ করেছে কালো আকার। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড বাজারের নারায়ণ চন্দ্রের মালিকানাধীন জনতা মিষ্টি বিতান এবং সুজন চন্দ্রের মালিকানাধীন জনতা মিষ্টি মেলায় এমন চিত্র দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ খবর