বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সরকারি নৌযান মেরামত কারখানা হচ্ছে খুলনায়

দেশে প্রথমবারের মতো আধুনিক সরকারি কেন্দ্রীয় নৌযান মেরামত কারখানা তৈরি হচ্ছে খুলনায়। এত দিন সরকারি কোনো কেন্দ্রীয় নৌযান মেরামত কারখানা না থাকায় সরকারি নৌযান মেরামত ও সংরক্ষণ করার ক্ষেত্রে নানা ধরনের বিড়ম্বনা তৈরি হতো। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে তিনি কম সময়ের মধ্যে সরকারি যানবাহন অধিদফতরের অধীন নৌযান মেরামত কারখানা স্থাপনের জন্য নির্দেশনা দেন। খুলনা জেলা প্রশাসনের সহায়তায় সরকারি যানবাহন অধিদফতর গতকাল বহুল প্রত্যাশিত এই মেরামত কারখানা তৈরির কাজ শুরু করেছে।

খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান আনুষ্ঠানিকভাবে সরকারি যানবাহন অধিদফতরের অনুকূলে বরাদ্দকৃত এই জমি হস্তান্তর করেন। এ সময় পরিচালক (নৌ) শফিকুজ্জামানসহ সরকারি যানবাহন অধিদফতর ও  জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর