শিরোনাম
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধ করতে হবে : রাষ্ট্রপতি

ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ বলেছেন, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। বাণিজ্যিকীকরণ শিক্ষার গুণগত মানকে ব্যাহত করে। অনেক ক্ষেত্রে মেধা বিকাশের পথকে বাধাগ্রস্ত করে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন পুরনো খেলার মাঠে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

সর্বশেষ খবর