বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হার্টের রিং বিক্রি বন্ধ ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক

বন্ধ রয়েছে করোনারি স্টেন্ট বা হার্টের রিং বিক্রি। মূল্য নির্ধারণে ঔষধ প্রশাসন অধিদফতর কমিটি গঠনের ঘোষণা দেওয়ার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্টেন্ট বা রিং বিক্রির বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেনি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অপেক্ষমাণ রোগীরা। গতকাল সকাল থেকেই তাদের নির্ধারিত ক্যাথল্যাব থেকে ফেরত দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার হার্টের রোগীদের জন্য প্রয়োজনীয় স্টেন্ট বা রিংয়ের মূল্য নির্ধারণে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে জাতীয় ঔষধ প্রশাসন অধিদফতর। এ কমিটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রিংয়ের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণ করবে আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে। এই নির্ধারিত মূল্যেই আমদানিকারক ও বিক্রেতা প্রতিষ্ঠানগুলো রিং বা স্টেন্ট বিক্রি করতে বাধ্য থাকবে। আর মূল্য নির্ধারণের আগ পর্যন্ত ২৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকার মধ্যে রিং বিক্রি করতে হবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। জানা গেছে, ঔষধ প্রশাসন অধিদফতরের এ সিদ্ধান্তের পর গতকাল সকাল থেকেই বিপাকে পড়েন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন হৃদরোগীরা। বিশেষ করে যাদের হার্টে রিং পরানোর কথা ছিল, তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।  হৃদরোগ ইনস্টিটিউটের পাঁচটি ক্যাথল্যাবের কোনোটিতেই অপারেশন হয়নি। অধিদফতরের নির্ধারিত মূল্যে স্টেন্ট সরবরাহ করতে অপারগতা  প্রকাশ করে প্রতিষ্ঠানগুলো।

সর্বশেষ খবর