বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে সেমিনার

দারিদ্র্য বিমোচনে প্রশংসিত বাংলাদেশ ব্যাংক

প্রতিদিন ডেস্ক

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের কুইনিপিয়াক ইউনিভার্সিটিতে এক আন্তর্জাতিক সেমিনারে এ প্রশংসা করা হয়। খবর : নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ। ‘চেইঞ্জ ল্যান্ডস্ক্যাপস অব গ্লোবাল বিজনেস’ শীর্ষক এ সেমিনারে বক্তারা উল্লেখ করেন, টেকসই উন্নয়নের লক্ষ্য ধার্য করে বিশ্বব্যাপী যে কর্মযজ্ঞ চলছে তা সফল করতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত প্রচেষ্টাকে সবার অনুসরণ করা উচিত। সেমিনারে কানাডা এবং ইউরোপের প্রতিনিধিরা অংশ নেন। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। তিনি বলেন, বর্তমানে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে ঝুঁকি দেখা দিয়েছে।

সর্বশেষ খবর