বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন খেয়াল রাখতে হবে : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কোনো জায়গায় যাতে ব্যবসায়ীরা হয়রানির শিকার না হন এ বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ এটা রাজনৈতিক সরকার। আমাদের হাতে সময় কম। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ইজি অব ডুয়িং বিজনেস অ্যান্ড ট্রেড ফ্যাসিলিটেশন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

পৃথিবীর সব দেশই দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে উদ্যোগ নেয়, এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, দেশীয় শিল্পের সুরক্ষায় ভারত অ্যান্টি ডাম্পিং শুল্কারোপ করেছে। প্রয়োজনে আমরাও করব। তিনি কোম্পানি আইন সংশোধনে সরকারি উদ্যোগের তথ্য দিয়ে বলেন, বাংলাদেশ উদার বিনিয়োগ নীতি গ্রহণ করেছে। শুল্ক আদায়ের ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। ব্যবসায়ীদের ঝামেলামুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। একটি মধ্য আয়ের দেশ, অপরটি ডিজিটাল বাংলাদেশ।

সর্বশেষ খবর